ভাষা দিবসে উড়বে ফানুস, জ্বলবে লাখো মোমবাতি
নড়াইল শহরের বিশাল কুরিরডোব মাঠে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় লাখো মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করবেন নড়াইলবাসী।
একই সঙ্গে ভাষা দিবসের ৬৬তম বার্ষিকীতে ৬৬টি ফানুস ওড়ানো হবে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা পরিবেশন করবেন গণসংগীত ও কবিতা পাঠ।
মোমবাতি প্রজ্জ্বালনের উদ্বোধন করবেন নড়াইলের ভাষা সৈনিক (অব.) শিক্ষক রিজিয়া খাতুন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পত্নী বেগম ফজিলাতুন্নেছা।
একুশ উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান জানান, ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও একুশের সন্ধ্যায় নড়াইলের কুরিরডোব মাঠে এক লাখ মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ করা হবে।
শতাধিক সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিক প্রায় এক মাস ধরে এ আয়োজনকে সফল করতে কাজ করে যাচ্ছে। আয়োজনের সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানান তিনি।
১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে নড়াইল একুশ উদযাপন পর্ষদের আয়োজনে নড়াইল শহরের বিশাল কুরিরডোব মাঠে ব্যতিক্রমী এই শুরু হয়েছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গেই বাহারি ডিজাইনের আলোয় আলোকিত হয়ে ওঠবে বিশাল মাঠ।
এছাড়া শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আলপনা, পাখিসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় এ প্রজ্জ্বালনে। ব্যতিক্রমী এই নান্দনিক অনুষ্ঠানটি আনুমানিক ২০-২২ হাজার দর্শক উপভোগ করে থাকেন। কয়েকশ’ পুলিশ, র্যাব ও সেচ্ছাসেবক মাঠের চারপাশের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছেন। এবার স্কয়ার এ অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করছে।
হাফিজুল নিলু/এএম/পিআর