মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জ শহরে আব্দুল করিম (৩২) নামে যুবকের শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর একটার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামে। তার বাবার নাম আবুল হোসেন।
আব্দুল করিমের মামা কামাল হোসেন জানান, করিম ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে মুন্সীগঞ্জ শহরের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে শহরের চরকিশোরগঞ্জ এলাকার ৯-১০ জনের একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কাইয়ুম তালুকদার জানান, যুবকের ডান হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল বলেন, মুন্সীগঞ্জ পুলিশের করার কিছুই নেই। এ ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা দায়ের করতে হবে।
এমএএস/আরআই