বৃদ্ধ মাকে ঘুম থেকে তুলে বেধড়ক মারধর!
বাবার রেখে যাওয়া ছোট্ট একটি কুড়ে ঘর নিয়ে বিরোধ। সেই ঘর নিয়েই বৃদ্ধ মাকে ঘুম থেকে টেনে তুলে বেদম মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে দুই ছেলে। সেই সঙ্গে উল্টো মামলা দিয়ে ছোট ভাই ভাবি ও ১৩ বছর বয়সী ভাতিজাকে জেলখানায় পাঠিয়েছে অপর তিনভাই।
সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাত ২টার দিকে কুড়েঘরেই মধ্যেই বৃদ্ধ মাকে বেধড়ক মারপিট করে মির্জা কামরুল ইসলাম, মির্জা বাবু ও মির্জা আমিরুল ইসলাম।
স্থানীয়রা রাতেই ৬৫ বছরের বৃদ্ধ মা রাবেয়া বেগমকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই মা। তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন ডাক্তাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, মৃত মির্জা দুলাল হক ৭ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ছোট ছেলে মির্জা জাহিরুল ইসলামকে তালা-পাটকেলঘাটা সড়কের রাস্তার পাশে একটি কুড়ে ঘর মৌখিকভাবে দিয়ে যান। লিখিত ভাবে নয়।
এরপর বাবাও মারা যান অনেক বছর আগে। ছোট ভাইয়ের ঘরে বসবাস করতে থাকে মা রোকেয়া বেগম। এই ঘর নিয়েই বিরোধ ভাইদের মধ্যে। ঘর নিয়েই ঘটেছে বৃদ্ধ মাকে মারপিটের ঘটনা। আবার মামলা দিয়ে ভাই-ভাবি ও ভাতিজাকে জেল খানায় পাঠিয়েছে তিন ছেলে।
এ ঘটনায় রাতেই পুলিশ গ্রেফতার করেছে মির্জা আজিজুল ইসলামের স্ত্রী ময়না বেগম (৪০) তার ছেলে স্কুলছাত্র আনারুল ইসলাম (১৩) ও ছোট ভাই মির্জা আজিজুল ইসলামকে। গ্রেফতার তিনজনকে মঙ্গলবার বেলা ১২টার দিকে আদালতে পাঠিয়েছে তালা থানা পুলিশ।
এ বিষয়ে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে মামলা করায় তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর বৃদ্ধ মাকে মারপিটের ঘটনাটি আমার জানা নেই, তবে ব্যবস্থা নিচ্ছি।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি