দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা বিদ্ধসহ আহত ৯
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন টেঁটা বিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন। এ সময় অগ্নিসংযোগে ৩টি ঘর ভস্মীভূত হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর গ্রামে মোক্তার গ্রুপ ও ছামেদ আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, উভয়পক্ষ দেশীয় ধারাল অস্ত্র, রামদা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় টেঁটাবিদ্ধ শহিদ বাউল, সালেমত, আসলাম ও জয়নালসহ দুই গ্রুপের ৯ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মোক্তার গ্রুপের ৩টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় অপর গ্রুপের হামলাকারীরা। এরপর দুপুর ১টার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, সিরাজদিখান থানা এলাকার মোক্তার হোসেন ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার ছামেদ আলীর বর্ডার আকবর নগর গ্রাম।
স্থানটি বর্ডার এলাকায় হওয়ায় প্রায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। আজকের সংঘর্ষ একই কারণে। সংঘর্ষের খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তথ্যমতে দুইপক্ষের ২টি ঘর আগুনে পুড়েছে। পাশাপাশি দুইপক্ষের ২-৩ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি