মুন্সীগঞ্জে গাড়িচাপায় এনজিও কর্মী নিহত


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা-গোমতী সেতুর ওপর গাড়িচাপায় প্রণব সাহা (৪২)  নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রণব সাহা বাংলাদেশ ব্যুরো এনজিও’র গৌরিপুর ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার।

গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট হাসেম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দেখে বোঝা যায় ওই এনজিও কর্মীকে কোনো গাড়ি সামনে থেকে চাপা দিয়েছে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বর্তমানে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত প্রণব সাহা তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে মুন্সীগঞ্জ শহরের মনিকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।