বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০৬ এপ্রিল ২০১৫

বাগেরহাটের শরনখোলায় পুলিশ ও বনদস্যু বিল্লাল বাহিনীর মধ্যে  ‘বন্দুকযুদ্ধে’ বাহিন প্রধান বেল্লাল ফরাজী (৩৫) নিহত হয়েছে।

সোমবার ভোররাতে শরনখোলার ভোলানদী সংলগ্ন পানিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বনদস্যু বেল্লাল ফরাজী মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের খোকন ফরাজীর ছেলে। এ সময়ে ফরহাদ মুন্সী নামের এক বনদস্যু গুলিবিদ্ধ অবস্থায় আটক এবং  ৩টি আগ্নেয়াস্ত্র ও ৫শ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো: রেজাউল করিম বলেন, রাত ২ টা ৩০মিনিটের দিকে বনদস্যু বেল্লাল বাহিনীর সদস্যরা পানিরঘাট বাজার এলাকার পরিত্যাক্ত একটি ঘরে অস্ত্র নিয়ে ট্রলারের জন্য অপেক্ষা করছিলো এমন গোপন সংবাদ তাদের কাছে আসলে পুলিশের একটি দল ওই রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বনদস্যু বেল্লাল ও তার সহযোগীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এসময়ে পুলিশ ও পাল্টাগুলি চালায়। দুপক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের পর এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা  বেল্লাল ফরাজীর মরদেহ ও ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। এসময়ে পুলিশ বনদস্যুদের ব্যবহৃত ১টি দুইনলা বন্দুক, ১টি একনালা বন্দুক ও ১টি  নাইন এবং ৫শ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশের হাতে আটক ফরহাদ কে শরনখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনদস্যু ফরহাদের বাড়িও মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।