দুর্যোগ মোকাবেলায় নারীর অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০৬ এপ্রিল ২০১৫

কুড়িগ্রামে দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলায় নারীর অংশগ্রহণ শীর্ষক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার উদ্বোবধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পাভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, নীলফামারী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার বেগম, গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। এজন্য দুর্যোগকালীন নারী ও শিশুদের রক্ষার্থে সকলকে একযোগে কাজ করতে হবে।

কর্মশালায়  দুর্যোগ ও তার প্রভাব, দুর্যোগ ব্যবস্থাপনায় পর্যায়ভিক্তিক কর্মকাণ্ড সন্ধান, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ, বিশুদ্ধ পানি ও পয়:নিস্কাশন এবং রোগ বালাই ব্যবস্থাপনা,খাদ্য-নিরাপত্তা-মজুদ বিতরণ/বিপণন, শস্য সংরক্ষণ ও  গবাদি পশুর যত্ন, দুর্যোগে স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, সঞ্চয় বিকল্প আয়/ কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা বলয়, দুর্যোগ ব্যবস্থাপনায়  স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় করার উপর  আলোচনা করা হয়।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।