বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী গ্রেফতার


প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী আইচান আব্দুল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আইচান আব্দুল্লাহ উপজেলার নওদুলি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, ২০০৪ সালে সরকারের নিষিদ্ধঘোষিত ‘বাংলা ভাই’ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন ‘জেএমবি’ দল গঠন করে কথিত সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ, ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। সে সময় এলাকার অনেকের মতো আইচান আব্দুল্লাহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

তার বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদে ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।