কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে নিহত ২ (ভিডিও)
কুষ্টিয়ায় রোববার রাতে কালবৈশাখী ঝড়ে দুজন নারী নিহত হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের সোহরাব ফকিরের স্ত্রী নেহেরুন নেছা (৫০) ও আব্দালপুর ইউনিয়নের দর্গাপাড়া গ্রামের রাহেলা খাতুন (৭০)।
রোববার রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার উজানগ্রাম, আব্দালপুর, দহকুলা, আইলচারা, করিমপুর, মিরপুর উপজেলার হালসা, আমবাড়িয়া, কুর্শা, ছাতিয়ান এবং কুমারখালী উপজেলার চাঁদপুর ও পান্টি ইউনিয়ন এলাকর উপর দিয়ে ঘন্টাব্যাপী এই কালবৈশাখী ঝড় ও ভারী শিলাবৃষ্টি হয়।
এতে শতাধিক বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকায় বিদ্যুৎতের খুটি উপড়ে পড়াসহ তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান জানান, রাতে কালবৈশাখী ঝড় শুরু হলে আইলচরা ইউনিয়নের নেহেরুন নেছার (৫০) শরীরের উপর ঘরের টিনের চালা ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আব্দালপুর ইউনিয়নে ভোর চারটার দিকে ঝড়ে রাহেলা খাতুনের মৃত্যু হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনসহ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
এসএইচএ/এমএস