মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ টেঁটা ও সিলমোহর উদ্ধার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আকবর নগর গ্রামে পুলিশের যৌথ অভিযানে ১২০০ দেশীয় অস্ত্র (টেঁটা), নকল সিল ও নকল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন যাবৎ সিরাজদিখানের আকবর নগর ও ফতুল্লা থানার আকবর নগর এলাকায় উত্তেজনা চলছিল। গত মঙ্গলবার ফতুল্লা থানার বক্তাবলী এলাকার ছামেদ হাজী ৫/৭ শত লোক নিয়ে আকবর নগরে হামলা চালায়, ফতুল্লা থানাধীন আকবর নগরে একটি বাড়ি ও সিরাজদিখানে এক বাড়ি আগুন দেয়া হয়।
ছামেদ হাজীর সঙ্গে সিরাজদিখানের আলী হোসেন ও ফিরোজ মেম্বারের সংঘর্ষে বেশ কয়েকজন টেঁটা বিদ্ধসহ আহত হন।
অন্যদিকে, সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ১২০০ টেঁটা, নকল সিল ও স্ট্যাম্প উদ্ধার করা হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ টহল আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/পিআর