বাগেরহাটে চার দিনব্যাপী কৃষি মেলা শুরু
`কৃষিই সমৃদ্ধি` এই স্লোগানে বাগেরহাটের কচুয়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা। সোমবার দুপুরে বাগেরহাটে কচুয়ায় মেলার উদ্বোধন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।
পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। চার দিনব্যাপী এই মেলায় কৃষকদের মাঝে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ও কৃষি সাফল্য গাঁথা তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মীর শওকাত আলী বাদশা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বর্তমান সরকার এই দেশের কৃষকদের উপকরণসহ সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছেন। বর্তমানে আমরা বিদেশে চাল, আলুসহ উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করছি। এই মেলায় কৃষকরা নতুন নতুন প্রযুক্তি দেখে উদ্বুদ্ধ হবে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট কৃষি সম্প্রসারণ সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প এর প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন, উপ-পরিচালক মো. জয়নুল আবেদিন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা কৃষি অফিসার শাশ্বতি এদবর প্রমুখ। এর আগে একটি র্যালি কচুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন।
এবারের মেলায় এ অঞ্চলের কৃষি পণ্য ও উপকরণসহ ১০ টি স্টল অংশ নেয়। মেলা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
এমজেড/আরআই