গোপালগঞ্জে গ্রাম পুলিশের অত্যাচারের প্রতিবাদ
গোপালগঞ্জে এক গ্রাম পুলিশের দাপট ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও অভিযোগ পত্র দাখিল করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার অত্যাচারে অতিষ্ঠ কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
এসময় তারা অত্যাচারী গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান।
চরভাটপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, গৃহবধু শাকেলা বেগম, শাহাদাৎ মৃধা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের দাপটশালী গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার অত্যাচার ও নির্যাতনে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অকারণে আইনের অজুহাত দেখিয়ে হয়রানি, নির্যাতন ও নানা কৌশলে অত্যাচার করে আসছেন সেই গ্রাম পুলিশ। কেউ প্রতিবাদ করলে তাকে পুলিশের জুজু ও মামলা দিয়ে জেল খাটানোর ভয়ভীতি দেখিয়ে এলাকাবাসীকে জিম্মী করে রেখেছেন।
পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে এলাকাবাসী জানান।
মানববন্ধন শেষে গ্রামবাসীদের পক্ষে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে গ্রামবাসীদেরকে আশ্বস্থ করেছেন।
এমজেড/আরআই