বাবা-মেয়ে চ্যাম্পিয়ন


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় শিক্ষা সপ্তাহ ‘২০১৭ উপলক্ষে পার্বত্য খাগড়াছড়িতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও তাৎক্ষণিক অভিনয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাবা ও তার মেয়ে।

নির্বাচিতরা হলেন, মাটিরাঙার শান্তিপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম ও একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা ইসলাম রুবি।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অন্য সকল প্রতিযোগিদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে কোয়ালিফাই করলো বাবা-মেয়ে। বাবা-মেয়ে দুজনই জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও তাৎক্ষণিক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ির প্রতিনিধিত্ব করবেন।

মো. রফিকুল ইসলাম শান্তিপুর উচ্চবিদ্যালয়ের স্কাউট শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত আছেন।

এছাড়া একজন বিতার্কিক হিসেবে জেলাজুড়ে তার সুখ্যাতি রয়েছে। পাশাপাশি তিনি ব্রাকের ইংরেজি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধারে তিনি মাটিরাঙা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি।

অপরদিকে, শান্তিপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা ইসলাম রুবি স্কুল বিতর্কের প্রিয়মুখ হিসেবে সব মহলে পরিচিত।

অন্যদিকে মো. রফিকুল ইসলামের কনিষ্ঠ মেয়ে ফারহানা ইসলাম রুপা ২০১৭ সালের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে প্রথমস্থান অর্জন করে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।