মানিকছড়িতে ছেলেকে হত্যা করলো মা


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

খাগড়াছড়ির মানিকছড়িতে ছেলে মাঈন উদ্দীনকে (১০) গলাকেটে করেছে এক মা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার এয়াতলংপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক রওশন আরাকে (৩০) আটক করেছে। তিনি উপজেলার এয়াতলংপাড়ার আবদুর রহিমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নিজ বাড়ির উঠানে একমাত্র ছেলে মাঈন উদ্দিনকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করে মা রওশন আরা। এতে নিহতের মাথা থেকে শরীর সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

এদিকে, বাবা আবদুর রহিম বাজার থেকে বাড়িতে ফিরে এসে ঘরের সামনে উঠানে ছেলের গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করে প্রতিবেশীদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবহত করে।

এদিকে, মা রওশন আরা বুদ্ধি-প্রতিবন্ধী জানিয়ে প্রতিবেশীরা বলেন প্রায়ই তিনি অসংলগ্ন আচরণ করতেন।

দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মা রওশন আরাকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, এক মা তার ছেলেকে এমনভাবে হত্যা করতে পারে তা ভাবতেই কষ্ট হচ্ছে। তবে মহিলা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে।

রওশন আরার স্বীকারোক্তি ও প্রাথমিক তদন্তের আলোকে হত্যা মামলা দায়রের প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।