খালেদার সাজা হলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হলে আগামী জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

রোববার সকালে মাদারীপুরের মাদ্রা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় বাহাউদ্দিন নাছিম আরো বলেন, রাষ্ট্রের সম্পদ ও এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে তাদের বিচার হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এ বিষয়ে সময় মত আদালতই সিদ্ধান্ত দেবেন। তারপরও বিএনপিকে নির্বাচনে আসতে স্বাগত জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সাইফুল হাসান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক দুলাল চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদর, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক ও মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানসহ অন্যরা।

এ কে এম নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।