জয়পুরহাটে অল্পের জন্য রক্ষা পেল মুখোমুখি ট্রেন দুর্ঘটনা


প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

জয়পুরহাট রেলগেট এলাকায় অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের ট্রেন দুর্ঘটনা। আর এতে রক্ষা পেল ট্রেনের শত শত যাত্রী। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট স্টেশন পার হয়ে দক্ষিণ দিক থেকে একটি তেলবাহী ট্রেন ১নং সিগনাল পর্যন্ত আসে। এ সময় উত্তর দিক থেকে আরেকটি যাত্রীবাহী ট্রেন একই লাইনে আসছিল। ট্রেন দুটি শহরের রেলগেট এলাকায় পৌঁছলে উভয় ট্রেনের হেডলাইটের আলো দেখতে পেয়ে এবং রেললাইনের আশেপাশের লোকজন ও ট্রেনের যাত্রীদের চিৎকারে চালকরা ট্রেন দুটিকে থামিয়ে দেয়।

স্টেশন সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ৩২- ডাউন উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে প্রবেশের জন্য ১নং সিগনাল পর্যন্ত আসে। এসময় বিপরীত দিক থেকে সৈয়দপুরগামী  কে পি-৪১ একটি তেলবাহী ট্রেন তেঘর আপ রেলগেট ছেড়ে সিগনাল অমান্য করে দ্রুতগতিতে জয়পুরহাট স্টেশনের দিকে আসতে থাকলে রেলগেট এলাকার গেটম্যান আনিছুর রহমান স্টেশন মাস্টারকে মোবাইলে খবর দিলে তিনি স্টেশন এলাকায় ট্রেন ড্রাইভারের বগিকে লক্ষ্য করে পাথর ছুঁড়লেও তবুও ট্রেনটি শহরের রেলগেট এলাকায় এগিয়ে যায়। সেই সময়ও চালককে লক্ষ্য করে পাথর ছুঁড়ে চিৎকার শুরু করেন লেবেলক্রসিং এর গেটম্যান পংকজসহ স্থানীয় পথচারীরা। এ সময় চালকরা ট্রেন দুটিকে থামিয়ে দেয়।

উত্তরা ট্রেনের ড্রাইভার জিয়াউর রহমান জানান, লাইন ক্লিয়ার না পাওয়ার কারণে ও লাল সিগন্যাল জ্বলায় ট্রেনটি আউট সাইডে দাঁড় করিয়ে দেয়।  

কে পি তেলবাহী ট্রেনের ড্রাইভার নূরুল ইসলাম জানান, আপে লাইন ক্লিয়ার পাওয়ায় ট্রেন নিয়ে এগিয়ে যেতে থাকি কিন্ত স্টেশনে এসেও থামানোর কোনো সিগনাল না পাওয়ায় সন্দেহ হওয়ায় ট্রেনটি ব্রেক করে থামিয়ে দেয় তবে বগিতে তেল ভর্তি থাকায় ট্রেন না থেমে এগিয়ে যায়।  

জয়পুরহাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইন ক্লিয়ার না দিলেও মালবাহী ট্রেনের চালক ট্রেন না থামিয়ে যাত্রা শুরু করলে এই বিপত্তি দেখা দেয়। চালক বুঝতে পেরে সজোরে ব্রেক কষে ট্রেন থামায়। তবে জোরে ব্রেক কষার কারণে ত্রুটি দেখা দেয় রেলের ক্রসিং লাইনে।

তবে পরে ত্রুটি ঠিক করার পর লাইন ক্লিয়ার হলে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় উত্তরা এক্সপ্রেস।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও তিনি জানান।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।