বাহুবলে দুই শিশু হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

হবিগঞ্জের বাহুবলে দুই শিশু হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাহুবলের যশপাল গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলী (৪০), মারফত আলীর ছেলে সায়েদ আলী (৩৬) ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৪০)। এর মধ্যে আব্দুল আলী ছাড়া বাকি দুইজন পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট ওই গ্রামের সিদ্দিক আলীর দুই ছেলে নূরুল আলী (১০) ও আহাদ আলীকে (৮) বিয়েতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় ৩ আসামি। পরদিন পার্শ্ববর্তী তিতাকোণা গ্রামের ধানক্ষেত থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা সিদ্দিক আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামি আব্দুল আলীকে গ্রেফতার করে পুলিশ। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়।

পূর্ব বিরোধের জের ধরে তাদের হত্যা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক এই রায় দেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।