মুন্সিগঞ্জে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শিবপূজা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী ‘শিব মন্দিরে’ শিবরাত্রি ব্রত ও পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার শত শত ভক্তের অংশগ্রহণে ৭০০ বছরের পুরোনো ফেগুনাসার এলাকার শিব মন্দিরের পূজা উপলক্ষে দিনব্যাপী মহা উৎসব অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি শংকর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল রায়ের পরিচালনায় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাড. অজয় চক্রবর্তি, উপজেলা মহিলা লীগের সভাপতি সীমা রাণী ব্যানার্জী, ছাত্র-যুব ঐক্য পরিষদ সিরাজদিখান শাখার সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, মালখানগর ইউপি সদস্য হারুন মোলা ও কৃষ্ণ চন্দ্র গোস্বামী প্রমুখ।
গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় গীতা পাঠের মাধ্যমে শিব পূজা শুরু হয়ে ২৩ তারিখ পর্যন্ত গীতাপাঠ চলে। ২৪-২৫ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত শেষে রোববার দিনব্যাপী মহা উৎসব অনুষ্ঠিত হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম