রূপগঞ্জে ৬৩ পরিবারে বিদ্যুৎ সংযোগ
উপজেলার তারাব পৌরসভার তেতলাবো এলাকায় ৬৩টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। মঙ্গলবার সকাল ১০টায় ‘শুভগ্রাম বিদ্যুৎতায়ন প্রকল্প’র অধীনে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এর সহধর্মিণী মিসেস হাসিনা গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির তারাব জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শাহজাহান ফকির, কাউন্সিলর আসমা আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহ মিজি, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আজিজুল মাতব্বর, করিম মিয়া, লায়লা পারভিন, আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন ফারুক, আজাহার মিয়া প্রমুখ ।
তারাব জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শাহজাহান ফকির বলেন, শুভগ্রাম বিদ্যুৎতায়ন প্রকল্প’র আওতায় ২৩ লাখ টাকা ব্যয়ে তেতলাবো এলাকায় এ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়। এতে ৬৩টি পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসে।
এসএইচএ/এমএএস/আরআই