শিবচর প্রেসক্লাবের সভাপতি নাসিরুল সম্পাদক প্রদ্যুৎ


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী শিবচর প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক পুনরায় সভাপতি ও প্রদ্যুৎ কুমার সরকার সাধারণ সম্পাদক এবং শেখ সাখাওয়াত হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

সোমবার দুপুরে শিবচর প্রেসক্লাবের এক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে জাগোনিউজ২৪.কম-এর প্রতিনিধি একেএম নাসিরুল হক সভাপতি করা হয়।

সেই সঙ্গে যমুনা টিভির প্রতিনিধি, শিবচর বার্তা ও সাপ্তাহিক মাদারীপুর কণ্ঠের সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির শেখ সাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি ডিএম হাবিবুর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির (মোহনা টিভি), অর্থ বিষয়ক সম্পাদক শিব শংকর রবিদাস (চ্যানেল নাইন ও সকালের খবর), ধর্মীয় বিষয়ক সম্পাদক এম সাঈদ আহমাদ (ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মিয়া (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন (মাই টিভি), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মৃধা (সমকাল), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমন (মানবজমিন), দফতর সম্পাদক মো. আজিজুল হক (খবরপত্র) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্যরা হলেন, আয়শা সিদ্দিকা মুন্নী, মো. মোস্তাফিজুর রহমান, সম্পা রায়, ওয়াহিদ মুরাদ, মিঠুন রায়, অপূর্ব দাস, আকাশ চন্দ্র দাস, মো. বজলুর রহমান, সুজন পাল, রবিউল হাসান, মো. নাসির উদ্দিন, রিফাত ইসলাম, মো. হায়দার মিয়া, কমলেশ সূত্র ধর, সুমন সাহা।

সম্প্রতি প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৫টি পদে নির্বাচন সম্পন্ন হয়।

শিবচর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি একেএম নাসিরুল হক বলেন, নব নির্বাচিত কমিটি ঐতিহ্যবাহী এই সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

একেএম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।