নওগাঁয় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটি গঠন


প্রকাশিত: ০৫:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার স্লোগানে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে নওগাঁয় জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আগামী তিনমাসের জন্য মেহেদী হাসান আহ্বায়ক ও মঞ্জুরুল ইসলাম সদস্যসচিব এবং জান্নাতুল ফেরদৌস এমএড, এএইচএম কামরুল হাসান, বদিউজ্জামান, মিনহাজ মোরশেদ, জাকিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌসকে সদস্য করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, আগামী তিনমাসের মধ্যে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তানদের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। মুক্তিযোদ্ধাদের আরাধ্য ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধি জাতি গঠনে এই কমিটি ভূমিকা রাখবে।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।