দুলাভাইয়ের বাসায় কলেজছাত্রীর গলাকাটা মরদেহ


প্রকাশিত: ০৫:১০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

খাগড়াছড়িতে দুলাভাইয়ের বাসায় ইতি চাকমা (১৮) নামে এক কলেজছাত্রীকে জবাই করা হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে খাগড়াছড়ি জেলা শহরের আরামবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খাগড়াছড়ি সদর থানা পুলিশ নিহত ইতি চাকমার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দুর্বৃত্তের হাতে নিহত ইতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি দীঘিনালা উপজেলার কৃপা রঞ্জন কার্বারী পাড়ার অন্তরেন্দু চাকমার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী ইতি চাকমা খাগড়াছড়ি জেলা শহরের আরামবাগ এলাকায় দুলাভাই অটল চাকমার ভাড়া বাসায় থাকতেন। ইতি চাকমার বড় বোন জোনাকী চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক হিসেবে দীঘিনালায় কর্মরত।

নিহতের দুলাভাই অটল চাকমা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে বাসায় গিয়ে দেখেন তার শ্যালিকা ইতি চাকমার মরদেহ খাটের ওপর পড়ে আছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এ দিকে ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ইতি চাকমার হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ইতি চাকমার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।