আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে : শাজাহান খান


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৩ মার্চ ২০১৭

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আমার কথা মেনে ধর্মঘট প্রত্যাহার করায় পরিবহন মালিক-শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছি। এ কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে।

স্বামী প্রণবানন্দজী মহারাজের জন্মোৎসব ও ভারত সেবাশ্রম সংঘ মাদারীপুর প্রণব মঠের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের পাঠককান্দি সেবাশ্রম সংঘে এক অনুষ্ঠানে যোগদান শেষে শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন।

স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি  শ্রী রমাকান্ত গুপ্ত, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল-মঙ্গলারতি, শ্রী শ্রী সংঘগীতা ও শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, হরিনাম সংকীর্ত্তন, ধর্মীয় শোভাযাত্রা,পূজারতি, ভোগ নিবেদন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।