ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত


প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৪ মার্চ ২০১৭

ঈশ্বরদীর দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং অপর তিনজন আহত হয়েছে। হতাহতরা সকলেই ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটি শেষে লেগুনাযোগে পাকশী থেকে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে নওদাপাড়ার কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে লেগুনার ৭ যাত্রীই আহত হয়।

এ সময় ইপিজেডের ভিনটেজ ডেনিম নামের কারখানার শ্রমিক রুমা খাতুন (২৮) ও সেলিনা খাতুনের শরীরে রড ঢুকে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে নেয়া হলে রুমা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া আহত সালমা খাতুন (২৮), রুনা খাতুন (৩১) ও সেলিনাকে (২৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আলাউদ্দিন আহমেদ/এএইচ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।