সাতক্ষীরার সেই শিশুটিকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলো


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৫ মার্চ ২০১৭

সাতক্ষীরার তালা উপজেলার দেড় বছর বয়সী শিশু হাসানকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে হাসপাতালে শিশুটির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গত বুধবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল হাসান।

হাসান খাঁ সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের শারমিন আক্তারের মেয়ে। ছেলে অসুস্থ হওয়ায় বাবা সেলিম খাঁ মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যায়। যার কারণে টাকার অভাবে ছেলেটিকে এ পর্যন্ত কোনো ডাক্তারই দেখাতে পারেনি পরিবারটি।
 
মানবিক এই ঘটনাটি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি “টাকার অভাবে সন্তানকে শুধু কবিরাজ দেখাচ্ছেন মা” শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রচার হলে দেশজুড়ে সাড়া পড়ে যায়। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে দেশ-বিদেশ থেকে অনেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

ইতোমধ্যে জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ ও সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের কাছে শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৩৬ হাজার টাকা সাহায্যও পাঠিয়েছেন বিভিন্ন হৃদয়বান ব্যক্তি। সেই টাকা বাচ্চাটিকে ভর্তি করাসহ আনুসাঙ্গিক কাজে খরচ করা হচ্ছে।

সংবাদটি প্রকাশের পর ২৭ ফেব্রুয়ারি সোমবার স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম মোবাইল ফোনে সিভিল সার্জন সাতক্ষীরার কাছে অসুস্থ শিশু হাসানের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

এরপর সিভিল সার্জন সাতক্ষীরার নির্দেশনা অনুযায়ী তালা হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে শনিবার রাতে বাচ্চাটিকে নেয়া হয় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে। শিশু হাসান বর্তমানে হাসপাতলের ৭২৫ নম্বর পেইং ওয়ার্ডের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটিকে হাসপাতালে ভর্তির সময় জাগো নিউজের কর্মীদের সঙ্গে তালা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিস্ট নাসিরুদ্দীন উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।