পার্বত্য ৩ জেলায় চলছে হরতাল


প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৬ মার্চ ২০১৭

পার্বত্য ৩ জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে আজ সোমবার। স্থানীয় বাঙালি ভিত্তিক ছাত্র সংগঠন পার্বত্য বাঙালি পরিষদ এ হরতালের ডাক দিয়েছে।

আট দফা দাবিতে স্থানীয় বাঙালি ভিত্তিক ছাত্র সংগঠন পার্বত্য বাঙালি পরিষদের ডাকা হরতাল রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে।

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে নিয়োগ ও শিক্ষার্থী ভর্তিতে পার্বত্য কোটা চালু, বিতর্কিত ‘পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬’ অবিলম্বে বাতিল করাসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে পার্বত্য বাঙালি পরিষদ।

আহূত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে রাঙামাটি সদরসহ জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। হরতালের সমর্থনে শহরের কাঠালতলী, পৌরসভা চত্বর, বনরুপাসহ কয়েকটি কয়েকটি জায়গায় পিকেটিং করতে দেখা গেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

হরতালের কারণে জেলা ও উপজেলা সদরে কোথাও কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। জেলার বাইরে কোনো রকম যানবাহন ছেড়ে যায়নি। বাইরে থেকেও কোনো রকম যানবাহন জেলায় প্রবেশ করতে পারেনি।

শহরে প্রায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম।

এদিকে, বান্দরবানেও একই দাবিতে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে জেলার অভ্যন্তরে যানচলাচল করলেও দূরপাল্লার সকল যানচলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া দোকানপাটও খোলা রয়েছে।

উল্লেখ্য, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তিতে পার্বত্য কোটা চালু ও বিতর্কিত ‘পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬’ অবিলম্বে বাতিল করাসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষে এ হরতাল আহ্বান করে সংগঠনটি।

শনিবার (৪ মার্চ) বিকেলে সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে বহিষ্কার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানানো হয়।

সুশীল/সৈকত/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।