অপহরণের ৮ ঘণ্টা পর ওয়ার্কার্স পার্টির নেতা উদ্ধার


প্রকাশিত: ০৯:২০ এএম, ১০ এপ্রিল ২০১৫

ওয়ার্কার্স পার্টির এক নেতাকে অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে অপহৃত হওয়া নেতা তপন সাহাকে মুন্সীগঞ্জ সদরের কাটাখালি এলাকার একটি মাঠ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

জানা গেছে, ঢাকার রামপুরা থানার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তপন সাহাকে (৩৫) বৃহস্পতিবার ঢাকার গুলিস্তান থেকে পাঁচ অপরিচিত কিশোর তাকে মাইক্রোতে তুলে চোখ বেঁধে নিয়ে আসে। এরপর তার কাছে থাকা বিকাশ একাউন্টে ২৫ হাজার টাকা নিয়ে যায় অপহরণকারীরা।

তপন সাহা জাগো নিউজকে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবি কিনতে তিনি সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানে আসেন। গোলাপ শাহ মাজারের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে পাঁচ কিশোর তাকে মাইক্রোতে তোলে এবং চোখ বেঁধে ২-৩ ঘন্টা পর অজ্ঞাত একটি বালির মাঠে নিয়ে আসেন। ওখানে আরও কিছু লোক ওদের সাথে জড়ো হয়। আমার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবার ও আত্মীয় স্বজনকে ফোন করা হয়। তার বিকাশ একাউন্টে থাকা ২৫ হাজার টাকা নিয়ে যায় এবং আরও টাকা দাবি করে। কিন্তু রাতে টাকা পেতে বিলম্ব হওয়ায় এক পর্যায়ে তার মোবাইল সেটটি নিয়ে অপহরণকারীরা চলে যায়।

পরে রাত ২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বিপ্লব থানায় আসেন।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।