পোরশায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৬ মার্চ ২০১৭

নওগাঁর পোরশায় একটি কষ্টিপাথরের ব্রহ্মামূর্তি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটনগর রাজবংশীপাড়া রঞ্জিতের ঠাকুরঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, গত ২মার্চ নোচনাহার শ্মশান ঘাটি খননের সময় স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন মূর্তিটি পায়। এরপর তারা ঠাকুর ঘরে রেখে স্থানীয় ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে চেয়ারম্যানের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্রহ্মামূর্তিটির ওজন ৫৪ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

আব্বাস আলী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।