ট্রাকচালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুষ্টিয়ায় ট্রাকচালক হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

সোমবার বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন ঝিনাইদহের শৈলকূপার বড়দা গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।

নিহত ট্রাকচালক শ্যামল কুমার রায় শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, ট্রাকচালক হত্যার ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি কবির হোসেনের বয়স বিবেচনায় নিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম বলেন, এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করবো।

আল-মামুন সাগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।