গুইমারায় স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু নির্বাচিত
খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের মেমং মারমাকে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা।
নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা (আনারস) পেয়েছেন ৬ হাজার ৮৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেমং মারমা (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৭৬৯ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ (ধানের শীষ) ৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী পুন্যকান্তি ত্রিপুরা (ধানের শীষ) ৫ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী থোয়াই অংগ্য চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬৬৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনৌনীত প্রার্থী হ্লাউসিং মারমা পেয়েছেন ৭ হাজার ৮৯৪ ভোট।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/জেআইএম