ঠাকুরগাঁওয়ে ক্রীড়া সংস্থার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৭ মার্চ ২০১৭

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, নব গঠিত কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো ও সাবেক পৌর মেয়র এসএমএ মঈন।

এ সময় নতুন কমিটি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। পরে জেলার রেজিস্ট্রেশন ক্লাবগুলোর মধ্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।