মুচলেকা দিলেন প্রধান শিক্ষক


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৭ মার্চ ২০১৭

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার খাতায় স্বাক্ষরের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে প্রমাণ মিলেছে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের কাছে পরীক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিসহ মুচলেকা দিয়েছেন এক প্রধান শিক্ষক।

জানা গেছে, চলতি বছরে খোকসা জানিপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য (ব্যবসা) শাখার  প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এদের মধ্যে প্রায় ১০৫ শিক্ষার্থীর পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা রয়েছে।

এই সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী ক্ষমতা অপব্যবহার করে ব্যবহারিক পরীক্ষার খাতায় স্বাক্ষর করা বাবদ বিজ্ঞান শাখার পরীক্ষার্থী প্রতি ৭০০ টাকা ও মানবিক-বাণিজ্য শাখার পরীক্ষার্থী প্রতি ৪০০ টাকা আদায় করতে থাকেন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু বিদ্যালয়টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে আদালতের কাছে পরীক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিসহ মুচলেকা দিয়ে প্রধান শিক্ষক অব্যাহতি পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু বলেন, আগামী দুইদিনের মধ্যে প্রধান শিক্ষক সমস্ত শিক্ষার্থীদের টাকা ফেরত দেবেন। এছাড়া আগামীতে আর অতিরিক্ত ফ্রি আদায় করবেন না বলে আদালতের কাছে মুচলেকা দেন।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।