নারী দিবসে অধিকার আদায়ে গৃহবধূর অনশন


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৮ মার্চ ২০১৭

দেশজুড়ে যখন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা-সমাবেশ চলছে ঠিক সেই সময় ঠাকুরগাঁওয়ে গৃহবধূ রজনি আক্তার স্বামীর অধিকার আদায়ে অনশন শুরু করেছেন। বুধবার ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূ জানান, দীর্ঘদিন প্রেমের পর গত বছরের ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকার মহিউদ্দিনের ছেলে উজ্জ্বলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন ২ লাখ টাকা যৌতুক দাবি করে। গৃহবধূ রজনি আক্তারের পরিবার যৌতুকের টাকা দিতে পারেনি। তাই শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি তুলে নিতে অস্বীকৃতি জানায়। ফলে স্বামীর অধিকার আদায়ের লক্ষে শ্বশুরবাড়িতে অনশন শুরু করেছি।

রজনি আরও জানান, আমি অন্তঃসত্ত্বা। উজ্জ্বলকে শ্বশুরবাড়ির লোকজন লুকিয়ে রেখে ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছে। আমি আমার শ্বশুরবাড়িতে আসলে শাশুড়ি আমাকে মারপিট করে বের করে দেয়। আমি আমার স্বামীর অধিকার চাই।

ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন সম্পর্কের পর একটি ঘটনার মাধ্যমে এলাকাবাসী মিলে আমরা ওই ছেলে-মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়েটিকে পরিবারে তুলে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যেহেতু মেয়েটি অনশন শুরু করেছে বিষয়টি আলোচনার মাধ্যমে মিমাংসা করা হবে।

এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উজ্জল নিখোঁজ এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অনশনের বিষয়টি পুলিশ দেখবে।

জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব জানান, অনশনের বিষয়টি শুনেছি। নারী দিবসের দিন আমরা ওই গৃহবধূর অধিকার আদায়ের জন্য দ্রুত পদক্ষেপ নিব।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলামকে বিষয়টি অবহিত করা হলে তিনি মেয়েটি যৌতুক আইনে মামলা করার পরামর্শ দেন। তারপরে বিষয়টি দেখার আশ্বাস দেন।

রিপন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন