ঝড়ো হাওয়া কেড়ে নিলো শিশুর প্রাণ


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৮ মার্চ ২০১৭

পদ্মা নদী পার হতেই ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টির কবলে পড়ে কাওড়াকান্দি ঘাটে থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি সি-বোর্ড। মাঝ পদ্মার একটি চরে জরুরি নোঙর করতে হয় সি-বোর্ডটিকে।

নোঙরের সঙ্গে সঙ্গে সি-বোর্ডে থাকা ১২/১৪ জন যাত্রী সকলেই লৌহজং চ্যানেলের ওই চরটিতে নেমে যায়। অল্পতেই প্রাণে বাঁচে যান যাত্রীরা। করণ, সল্প সময়ের ব্যবধানে যাত্রী শূন্য সি-বোর্ডটি ডুবে যায় পদ্মার জলে।

বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে।

হঠাৎ বিপত্তি ঘটে, শরিয়তপুরের ভেদেরগঞ্জ থেকে আসা সাত বছরের লাবিব নামের এক শিশু যাত্রীকে নিয়ে। বাবা হারুন হাওলাদার ও মায়ের সঙ্গে ঢাকা যাচ্ছিলো শিশুটি। চরে অবস্থানকালে ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাতর হয়ে পড়ে শিশু লাবিব।

সূত্র জানায়, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পদ্মার চর থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। আর লাবিবকে পুলিশের সহযোগিতায় তৎক্ষণাৎ চিকিৎসার জন্য পাঠানো হয়। সন্ধ্যার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লাবিব মারা যায়।

মাওয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ সুরুজিৎ কুমার ঘোষ জানান, পদ্মার চরে অবস্থানরত যাত্রীদের মধ্যে শিশু লাবিব বৃষ্টিতে ভিজে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। যাত্রীদের উদ্ধার করে লাবিবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে জানা যায় লাবিবকে তাৎক্ষণিকভাবে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

পরে লাবিব সাড়ে ৭টার দিকে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ঠান্ডাজনিত কারণে মারা যায়।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।