ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৯ মার্চ ২০১৭

দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট চত্বর থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণ চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের লোকনাথ দিঘির ময়দান থেকে হেফাজতে ইসলামের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কাউতলি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাজিদুর রহমান, সহসভাপতি নোমান হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহ ও সহকারী প্রচার সম্পাদক মুফতি এনামুল হক প্রমুখ।

এদিকে কাউতলি বাস স্ট্যান্ডে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সমাবেশ শেষ হলে মহাসড়কে যান চালচল স্বাভাবিক হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।