কুষ্টিয়ায় রবীন্দ্র ভবন নির্মাণে ভারতের অনুদান
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি কমপ্লেক্সে রবীন্দ্র ভবন নির্মাণে বাংলাদেশ সরকারকে ১৮ কোটি ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিচ্ছে ভারত সরকার।
বৃহস্পতিবার দুপুরে শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ির পুকুর পাড়ের বকুলতলায় এ বিষয়ক একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব কাজী শফিকুল আজম।
এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি পর্যটন কেন্দ্রের যে ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত তার সবটুকুই শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে থাকবে।
ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়িতে আসতে পেরে আমি আনন্দিত।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১৩-এর মার্চে তার বাংলাদেশ সফরের সময় সর্বপ্রথম প্রকল্পটি ঘোষণা করেন। ২০১৫ সালের ৭ জুন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রস্তাবিত এই রবীন্দ্র ভবনে ঠাকুরবাড়ির ঐতিহ্য তুলে ধরতে একটি অত্যাধুনিক প্রদর্শনী গ্যালারি, প্রজেকশন সুবিধা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরাপিত সংগীত, নৃত্য বিষয়ে পাঠদান কক্ষ, কবি সম্পর্কিত গ্রন্থ সংরক্ষণের জন্য পাঠাগার, হস্তশিল্পালয় ইত্যাদি থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশন ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয় ও পুরাতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আল-মামুন সাগর/এএম/জেআইএম