গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি জেলার ৫ গুণী শিল্পীদের সম্মাননা পদক প্রদান করেছে। শনিবার সন্ধ্যায় শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে কণ্ঠ শিল্পী অপর্ণা বিশ্বাস, বাদ্যযন্ত্রে ভবানী শংকর বিশ্বাস, নাট্যকলায় রফিকুল ইসলাম মোল্লা, যাত্রা শিল্পে দেবজ্যোতি বিশ্বাস দেবু ও আবৃত্তিতে জি.এম সীজারকে মেডেল, উত্তরীয়, সম্মাননা চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।
এছাড়া ওই সময় আন্তঃস্কুল সাংস্কৃতিক এবং বিতর্ক প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি।
জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ প্রমূখ।
এমজেড/পিআর