মুন্সিগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে শিলমন্দি এলাকার খান বাড়ি (বাবলু খান) থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কোটগাও এলাকার রশিদ মাস্টারের ছেলে মো. মিন্টু (৩৪), পূর্ব দেওভোগ এলাকার মৃত কায়কোবাদ মণ্ডলের ছেলে মো. রবিন (২০) এবং পূর্ব দেওভোগ এলাকার শাহজাহান মোল্লার ছেলে মো. সুজন (২৭)।
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুরে খান বাড়ির বাবলু খানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস