মুন্সিগঞ্জে আগুনে পুড়ে গেছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১১ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের মুক্তারপুর বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়ে গেছে চারটি মোদি দোকানসহ এক প্লাস্টিকের কারখানা। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।

শনিবার ভোর ৫টায় পঞ্চসার ইউনিয়নের বিসিক শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ওয়ার পরিদর্শক মন্টু বিশ্বাস জানান, ভোরে খবর পেয়ে দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জ থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। এরপর এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি মুদি দোকান ও একটি প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্লাস্টিক কারখানার মালিক মাঈনদ্দীন দেওয়ান জানান, মালামাল ও মেশিনসহ কারখানায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।