পদ্মায় স্পিডবোটডুবি : নিখোঁজ তাহমিনার মরদেহ উদ্ধার
পদ্মায় স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তাহমিনার (১০) মরদেহ তিনদিন পর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাইজ্জার চর সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মাওয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ সুরুজিৎ কুমার ঘোষ জানান, স্পিডবোটডুবির ঘটনায় সর্বশেষ নিখোঁজ তাহমিনার (১০) মরদেহ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বাকেলা (৪০) ও ইকবাল সিকদারের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি