ব্রেভার কনসার্টে মাতলো মানিকগঞ্জ


প্রকাশিত: ০৪:১১ পিএম, ১১ মার্চ ২০১৭

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ‘ব্রেভার কনসার্ট’। ‘মাদককে না বলুন’ এ স্লোগান নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় মাদকবিরোধী এ কনসার্টের আয়োজন করে প্রাণ-এর কোমল পানীয় ব্রেভার।

কনসার্টের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও জাগো এফএম।

pran

রিয়েলিটি শো মীরাক্কেলের জনপ্রিয় কৌতুক অভিনেতা আরমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে ব্রেভারের ব্যান্ড ম্যানেজার গিয়াস উদ্দিন সজীব ও ইভেন্টস কো-অর্ডিনেটর ছাইদুল আওয়াল উপস্থিত ছিলেন।

pran

বক্তারা বলেন, যে মুখে মা ডাকি সেই মুখে মাদক নয়। মাকে যারা ভালোবাসি তাদের মাদক পরিহার করতে হবে। মাদক পরিবার ও সমাজককে ধ্বংস করে দিচ্ছে। তাই সবাইকে মাদককে না বলতে হবে।

কনসার্টে একে একে গান পরিবেশন করে দর্শক মাতান জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন, লুবনা লিমি, মনির ও আয়শা মৌসুম। উপস্থাপনার ফাঁকে ফাঁকে আরমান মজার মজার কৌতুক শুনিয়ে দর্শকদের দেন বাড়তি আনন্দ।

বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ কনসার্ট। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করেই মাঠে হাজির হন হাজারো দশর্ক। কর্নসাটে  ব্রেভার ড্রিংকের বোতলের লেবেল প্রদশর্নে প্রবেশ ফ্রি ছিল।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।