বাগেরহাটে ছেলের হাতে বাবা খুন
বাগেরহাটের মোড়েলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা মো. হাবিবুর রহমান হাওলাদার (৫৫) খুন হয়েছেন। সোমবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের জিউধরা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক ছেলে জাহিদ হাওলাদার (২৮) তার বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।
নিহত হাবিবুর রহমান নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের মৃত জিন্নাত আলী হাওলাদারের ছেলে। তিনি চার ছেলে এবং এক মেয়ের বাবা।
নিশানবাড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার ছালাম মৃধা বলেন, স্ত্রী ও সন্তানদের সঙ্গে হাবিবুর রহমানের পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার ফরজের নামাজের সময় স্ত্রী সাথিয়া বেগমের (৪২) সঙ্গে হাবিবুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে জাহিদ হাওলাদারের সঙ্গেও হাবিবুরের কথা কাটাকাটি বেধে যায়। এ সময় হাবিবুর রহমান ঘরে থাকা ধারালো দা নিয়ে ছেলে জাহিদকে শায়েস্তা করার হুমকি দেন। তখন জাহিদ পিতার কাছ থেকে ওই দা ছিনিয়ে নিয়ে পিতার ঘাড়ে কোপ দেন। ঘটনার পর পরই জাহিদ পালিয়ে যান। পরে হাবিবুর রহমানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে হাবিবুর রহমান খুন হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে জাহিদ হাওলাদার পালিয়ে গেছেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে এখনও নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।
এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এসএস/একে/আরআইপি