ভারতে ফেনসিডিলসহ তিন বাংলাদেশি আটক


প্রকাশিত: ১২:২২ পিএম, ১২ মার্চ ২০১৭

নওগাঁর ধামইরহাট উপজেলার তিন যুবককে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ তাদের গ্রেফতার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করলে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন- ধামইরহাট উপজেলার চকসব্দলগ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল মতিন (২৮), মৃত আক্তার হোসেনের ছেলে আবু হোসেন (২৬) ও তমিজ উদ্দিনের ছেলে সামসুর রহমান (২৭)। গত বুধবার (০৮ মার্চ) জেলার ধামইরহাট উপজেলার চকসব্দল গ্রামের সীমানায় এ ঘটনা ঘটে।

বিজিবি-১৪ উপ-অধিনায়ক মেজর আসরাফুজ্জামান বলেন, গত ৮ মার্চ জেলার ধামইরহাট উপজেলার চকসব্দল গ্রামের ওই তিন যুবক বাংলাদেশ সীমান্তের ২৬৬-৬৭ নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

এরপর সেখানকার এক মাদক ব্যবসায়ীর সঙ্গে এক বাড়িতে ১৩০ বোতল ফেনসিডিলসহ তারা গ্রেফতার হয়। বিএসএফ তাদের কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, যেসব বাংলাদেশিরা বিএসএফের হাতে গ্রেফতার হয়েছে তাদের আত্মীয় স্বজন আমাদেরকে কোনো বিষয় জানায়নি। আমরা লোকমুখে শোনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। বিএসএফের সঙ্গে আমরা যোগাযোগ করে তিন বাংলাদেশিকে ফেরত পেতে শুক্রবার (১০ মার্চ) পতাকা বৈঠক করেছি।

তবে তার আগেই ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।