সিলেটে অপহৃত শিশু লালমনিরহাটে উদ্ধার


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৩ মার্চ ২০১৭

সিলেট নগরীর কানিশাইল এলাকা থেকে অপহরণের ৪ দিন পর শিশু নিয়ামত হোসেন রিফাতকে (৫) সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজিপাড়া গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অপহরণচক্রের মূল হোতা খুনিয়াগাছ ইউনিয়নের হাজিপাড়া গ্রামের হযতর আলী ছেলে স্বাধীন মিয়া (২৭) ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে মিন্টু হোসেনকে (২৫) গ্রেফতার করেছে লালমনিরহাট সদর পুলিশ।

lalmonirhat

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিলেট নগরীর কানিশাইল থেকে শিশু রিফাতকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইলফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি রিফাতের বাবা নেছার আহমেদ (৩৫) পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ এলাকায় অভিযান চালিয়ে একবাড়ি থেকে শিশু রিফাতকে উদ্ধার করে। এসময় এক অভিযান চালিয়ে অপহরণচক্রের মূল হোতা দুই যুবককে গ্রেফতার করে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএন মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।