ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার উপজলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে চিকিৎসার জন্য ওই স্কুলছাত্রীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা নার্গিস বেগম বলেন, বালুরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কামাল মোল্লা ভিজিএ কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে আমাকে রোববার সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত মোল্লাকান্দি এলাকায় তার ব্যক্তিগত অফিসে আটকে রাখে।। এরপর পাশের ঘরে নেশা খাইয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।
তিনি জানান, এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেয়েটি মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদ্দৌস হাসান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ইউপি সদস্যকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে। বিকেল পৌনে ৫টার দিকে ইউপি সদস্যকে সহযোগিতা করায় পান্না আক্তার নামে একজনকে আটক করা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস