মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় জয় বিশ্বাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার দুপুরের দিকে বাঘারপাড়া উপজেলার বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বিশ্বাস বাকড়ি গ্রামের সুধাংশু বিশ্বাসের ছেলে।
বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই টিপু বিশ্বাস জানান, সোমবার বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর মোটরসাইকেল চালানো শিখছিল জয়। এসময় অপর একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে সে রাস্তার ওপর পড়ে যায়।
এসময় স্থানীয়রা জয়কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। জয় এবার বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
মিলন রহমান/আরএআর/এমএস