কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৩ মার্চ ২০১৭

কুষ্টিয়ায় মৈত্রী ট্রেনের নিচে কাটা পড়ে নয়ন কুমার (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বিকেলে মিরপুরের হালসা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী ট্রেনটি সোমবার বিকেলে মিরপুরের হালসা স্টেশন ছেড়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল।

স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে নয়ন কুমার নামের ওই  কলেজ ছাত্র মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, কয়েক মাস থেকে নয়ন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নয়ন কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আল-মামুন সাগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।