লালমনিরহাটে আজাদ জুট মিলসে আগুন


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৪ মার্চ ২০১৭

লালমনিরহাটের মহেন্দ্রনগরে আজাদ জুট মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় পাটসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার রাতে জুট স্করটিং শেড ঘরে বৈদ্যতিক মর্টারে ত্রুটির করণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক কর্মীরা ওই মিলের শ্রমিকদের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জুট মিলসের শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসের টিম দেরিতে আসায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ফোন দেয়ার সঙ্গে সঙ্গে তারা আসলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো বলে তারা জানান। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।

মহেন্দ্রনগরে আজাদ জুট মিলের নির্বাহী পরিচালক (ইডি) মাহমুদুল হাসান জসিম জানান, অগ্নিকাণ্ডে তিনশ মন পাট, একশ মন ঝুট ভস্মীভূত হয় আর জুট স্করটিং এর জন্য রিসাইকেল মেশিন (হটলার মেশিন) সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।