যাত্রীবাহী লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৪ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করেছে গজারিয়া নৌপুলিশ।

মঙ্গলবার ভোরে কালীপুরা এলাকায় অভিযান চালিয়ে এমভি জাহিদ-৮ নামের লঞ্চ থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসলাম হোসেন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেঘনা নদীর চর কালীপুরা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল থেকে সদরঘাটগামী এমভি জাহিদ-৮ যাত্রীবাহী লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, পরবর্তীতে জব্দকৃত জাটকা এলাকার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।