পাওনা টাকা নিয়ে বিবাদ, হাতুড়ি পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে চাঁদ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক লালন আলীকে আটক করেছে পুলিশ।
নিহত চাঁদ আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দীঘলকান্দি এলাকার পঁচা মোল্লার ছেলে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চাঁদ আলী ও লালন আলী সম্পর্কে দুই ভাইরা। লালন তার ভাইরা চাঁদ আলীর কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাওয়ায় মিরপুর বাসস্ট্যান্ডে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে লালন হাতুড়ি দিয়ে চাঁদ আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
আল-মামুন সাগর/এফএ/জেআইএম